Voice of SYLHET | logo

১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২২ ইং

চবিতে সায়েম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত : October 16, 2019, 23:04

চবিতে সায়েম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ‘সায়েম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৪ টি দল অংশ নিচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। সড়ক দূর্ঘটনায় নিহত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র সাদেকুল ইসলাম সায়েমের স্মৃতি সম্মানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়৷

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধা ও মনন বিকাশে সহায়তা করবে। এছাড়া শিক্ষার্থীদের সমাজের সকল প্রকার অসঙ্গতি থেকে মুক্ত রাখতেও সাহায্য করবে৷

সভাপতির বক্তব্যে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. শওকত আরা বেগম বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমরা সবসময়ই সাধুবাদ জানাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে। একই সাথে বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সেতু বন্ধনকে আরো সুদৃঢ় করবে। এমন টুর্নামেন্টের আয়োজন ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে তিনি জানান ৷

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. হাবিবুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. ফরিদ আহসান, সদস্য- সহকারী অধ্যাপক মাহবুবা হাসনাত এবং সহকারী অধ্যাপক আফতাব হোসেন৷

উদ্বোধনী ম্যাচে লিওপার্ড ৪৭ দল ব্ল্যাক ঈগল ৪৬ দলকে ২-০ গোলে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 201 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।