অনলাইন ডেস্কঃ
মিসরে বিশটি প্রাচীন কফিন আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। লাক্সার শহরের কাছে আড়াই হাজার বছর আগের এসব কাঠের কফিনের সন্ধান পান তারা।
বিবিসি জানায়, নীল নদের পশ্চিম তীরে প্রাচীন তিবস নগরীর একটি কবরস্থান থেকে কফিনগুলো আবিষ্কার করা হয়।
আসাসিফ এলাকার ওই স্থানে একাধিক সমাধিস্থল আছে, যেগুলো খ্রিস্টপূর্ব ৬৬৪-৩৩২ সালের আগের রাজাদের স্থাপনার কাছাকাছি।
সেখানে প্রাচীন মিসরের ১৮ তম রাজবংশের ফারাওদের সমাধিস্থলও পাওয়া গিয়েছে। প্রখ্যাত ফেরাও আহমোস, হাতসেপসুত, থুতমোজ তৃতীয়, আমেনহোতেপ তৃতীয়, আখেনাতন এবং তুতানখামুন সে সময়ের ছিলেন।
গত সপ্তাহে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে, প্রত্নতাত্ত্বিকেরা লাক্সারের পশ্চিম উপত্যকার একটি প্রাচীন শিল্প অঞ্চল আবিষ্কার করেছেন।
এতে বলা হয়েছে, এই অঞ্চলে ১৮তম রাজবংশের অনেকগুলো মৃৎশিল্প এবং শেষকৃত্য ক্রিয়া সম্পন্ন করার আসবাবপত্রের সন্ধান পান তারা।