নিউজ ডেস্কঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার হত্যায় ১০ দফার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন মাঠ পর্যায়ে স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এতে শিক্ষার্থীদের পক্ষে বুয়েটের ১৫তম ব্যাচের ইইই বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম বলেন, আইন প্রয়োগকারী সংস্থার চার্জশিট দেয়ার পর বুয়েট প্রশাসন অপরাধীদের স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করবে।
এছাড়া আবরার হত্যার ঘটনায় বুয়েট প্রশাসনের গৃহীত সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে মাঠপর্যায়ের আন্দোলন বন্ধের ঘোষণাও দেয় শিক্ষার্থীরা। তবে আগামীকাল শিক্ষক-শিক্ষার্থীরা এক শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানানো হয়।