সিইক প্রতিনিধিঃ
শাবিপ্রবি অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক(ইঞ্জিঃ) কোর্সে ১ম বর্ষের ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে। কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ই অক্টোবর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ১৬ই নভেম্বর পর্যন্ত।
আবেদনকারী শিক্ষার্থীকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট (http://admission.sec.ac.bd) এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৮০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের(DBBL) মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।আবেদন ফি প্রদানের সর্বশেষ তারিখ ১৭ই নভেম্বর।
প্রসঙ্গত,সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে তিনটি বিভাগের প্রত্যেকটিতে ৬০জন করে মোট ১৮০জন শিক্ষার্থী ভর্তি করা হয়।