নিজস্ব প্রতিবেদক:
জামাল মোঃ আবু নাছের, মাধবপুর: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এনা পরিবহনের যাত্রীবাহি একটি চলন্ত বাসে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মানিক মোল্লা নামের এক সুপার ভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ।
সে নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।
যাত্রীরা জানান, শনিবার বিকালে হবিগঞ্জ থেকে ছেরে আসা ঢাকাগামী বাসটি মাধবপুরের শাহজীবাজার পৌছামাত্রই সুপারভাইজার কৌশলে ছাত্রীকে পিছনের সিটে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় ছাত্রীটির শুরচিৎকারে যাত্রীরা এগিয়ে আসে সুপার ভাইজারকে মারধর করে পুলিশ হট লাইনে ফোন করে। খাবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান একদল পুলিশ নিয়ে বাসটি আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামন বলেন, এ ব্যপারে ছাত্রীটির পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুপারভাইজারকে গ্রেফকার করা হয়েছে