নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদকে সিলেটবাসী ও নিজের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
সম্প্রতি আসাদ উদ্দিন আহমদকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনার জন্য আপনাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েচিল। এর প্রেক্ষিতে অত্যন্ত দক্ষতা ও দৃঢ়তার সাথে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা করেছেন এবং একটি দক্ষ কমিটি উপহার দিয়েছেন।
এজন্য আপনাকে সিলেটবাসী ও আমার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ। এরকম দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা খুবই কষ্টসাধ্য। আপনি ভবিষ্যতে এরকম যে কোন দায়িত্ব পালনে কার্যকরী ভূমিকা পালন করবেন এবং সিলেটবাসীর পক্ষে কাজ করে যাবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি।