ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষায় নকল করার দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা চলাকালে বাউবি’র পরীক্ষা নিয়ন্ত্রক সাদিকুল আজম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন বিকাশ রঞ্জন, অমল চন্দ্র চৌধুরী, নিপা রাণী রায় ও ফিরোজ আলী।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ রঞ্জন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।