চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক, বৃত্তিমূলক ও অরাজনৈতিক সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমুদ্র বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্র তানভীর হাসান সিজান।
সোমবার (০৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের সামনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এসময় নতুন সমিতির আহ্বায়ক ফয়সাল হোসেন এবং আবু তালহা উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নির্বাচিত নতুন সভাপতি মো. মামুনুর রশিদ বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, সেটা সবাই কে সাথে নিয়ে কাজের মাধ্যমে প্রমান করে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এছাড়া বগুড়ার সকল ছাত্রছাত্রীদের মাঝে একটা দৃঢ় বন্ধন তৈরি করতে চাই।