প্রবাস প্রতিনিধি
মালয়েশিয়ার কুয়ালালামপুর হসপিটালে চিকিৎসা শেষে মানুষিক ভারসাম্যহীন বাংলাদেশি হারিয়ে গেছে। শনিবার ৫ অক্টোবর হাসপাতালের চিকিৎসকরা তাকে রিলিজ দেওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়া প্রবাসীর নাম শাহ আজিজ। বয়স আনুমানিক ২৮,গায়ের রং ফর্সা। দেশের বাড়ি চাঁদপুর জেলার গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুরের বিল্লালের ছেলে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ বা দেখা পেয়ে থাকেন তাহলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন । ইঞ্জিনিয়ার রাহাদ উজ্জামান ও সাংবাদিক কাজী আশরাফুল ইসলাম।0162862548/0173141914