নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর সুরমা নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা সপ্তম দিনের মতো অভিযান পরিচালনা করেছে সিলেট জেলা প্রশাসন।
আজ রোববার (১৪ জুলাই) নগরীর কাজীরবাজার এলাকায় নদী তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া সার্কিট হাইজের সামনে থেকে অবৈধ পার্কিংয়ের কারণে একটি পিকআপ রেকারিং করা হয়।
সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।