নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের নতুন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের হাতে দায়িত্ব অর্পন করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। ১ অক্টোবর সিলেট সিভিল সার্জন কার্যালয়ে তিনি এই দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তরকালে অন্যান্যের উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন, ডা. মো. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।