ইসমাইল হোসাইন,দোয়ারা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা বাংলা বাজার ইউনিয়নের কুশিউড়া বালু নদীর ব্রীজ পহাড়ি ঢ্ল ও বন্যায় বিধ্বস্ত হয়েছে। এতে পথচারীরা চলাচলে কঠিন ভোগান্তির স্বীকার। বিশেষ করে ট্রাক, সিএনজি, অটোরিক্সা, ভ্যান চলাচলে অর্ধমৃত অবস্থা।
বাশতলা, চৌধুরী পাড়া, মৌলার পাড়, কলাউড়া, ডালিয়া, কুশিউড়াসহ প্রায় ২০টি গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছেন।
এসব এলাকায় প্রতিদিন কোন দুর্ঘটনা হয়ে থাকে। জনগণের প্রানের দাবী অসহনীয় যন্ত্রণাদায়ক ভোগান্তি থেকে মুক্তি। তারা বলেন, বাংলা বাজার ইউপি চেয়ারম্যান জনাব জসিম মাস্টার চৌধুরী রানা জনগণের দূরবর্স্থা নিরোধনে ভূমিকা রাখবেন। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে দদুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পূর্বে ও তিনি এ ব্রিজ সংস্কারে কাজ করেছেন। অামরা অাশা রাখি তিনি জনগণের দুর্ভোগ নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিবেন।