নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্ট এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শোহান হোসেন (১৮) নামে এমসি কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সোয়া ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত যুবক কুমারগাঁও এলাকার গৌছ মিয়ার ছেলে। সে এমসি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে- শোহান বিকেলে প্রাইভেট কোচিং শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মদিনা মার্কেট থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। পথিমধ্যে তেমুখি বাইপাস পয়েন্ট এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হয় কলেজছাত্র শোহান।
পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত কলেজছাত্রের মরদেহ পোস্টমর্টেমের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকও আটক করা হয়েছে।