শাবি প্রতিনিধি:
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মঙ্গলবার (১লা অক্টোবর) থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অফিস সমূহ বন্ধ থাকবে।
এদিকে ১১ ও ১২ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস খুলবে আগামী ১৩ অক্টোবর রোববার।