নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকিতে বিস্ময় প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
তারা জানান, আরিফুল হক চৌধুরীর মতো উন্নয়নবান্ধব মেয়রকে মোবাইলে এমন হুমকির ঘটনায় আমরা আতঙ্কিত। অবিলম্বে এই হুমকির সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিক বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির ঘটনা প্রমাণ করে এদেশে কেউই নিরাপদ নয়। এমন হুমকিতে আমরা বিস্মিত। প্রযুক্তি ব্যবহার করে এর সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মেয়রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।