ভয়েস অভ সিলেট ডেস্ক ::
উরুর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন প্যারিস সেইন্ট-জার্মেই তারকা কিলিয়ান এমবাপ্পে। কোচ থমাস টুখেল এই তথ্য নিশ্চিত করেছেন।গত ২৫ আগস্ট টলুসের বিপক্ষে জয়ের পর থেকে ২০ বছর বয়সী এমবাপ্পে মাঠের বাইরে ছিলেন। রেইমসের বিপক্ষে পরাজয়ের ম্যাচটিতেও তিনি ছিলেন না।
এই সময়ের মধ্যে দলের সুপারস্টার নেইমারও নিয়মিত ছিলেন না। আর এই সুযোগে ২৩ বছর বয়সী ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিং পিএসজির আক্রমণভাগের ভরসা হয়ে দাঁড়ান। তবে টুখেল আরো নিশ্চিত করেছেন গ্রীষ্ম মৌসুমে দলে আসা মাওরো ইকার্দিও অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
গত ১৮ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পেশীর সামান্য সমস্যা দেখা দেয়ায় গত দু’টি ম্যাচে খেলতে পারেননি ইন্টার মিলানের