নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীর কাজীর বাজার থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে কাজীর বাজারস্থ হাজী বশির মিয়ার বিল্ডিং এর পাশে থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।
আটক জুয়াড়িরা হলো- সুনামগঞ্জ সদর থানাধীন গৌররাং এলাকার মৃত ওহাব মিয়ার ছেলে নবীর হোসেন (৫৫), দক্ষিণ সুরমার কামার বাজার এলাকার গৌস আলীর ছেলে ইমন আহমদ (১৯), চাঁদপুর জেলার হাইমচর থানাধীন বিঙ্গলিয়া গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে সামাদ মিয়া (২৫), ময়মনসিংহের সদর থানাধীন গোসতা গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৫) ও কাজীর বাজার এলাকার গনেষ গৌড়ের ছেলে অজিত গৌড় (২২)। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক জুয়াড়িদেকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।