নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট-এসডি) এর উদ্যোগে শুরু হয়েছে বিভাগীয় স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা ‘সাস্ট ডিভিশনালস ২০১৯’।
শনিবার সকাল ৯টায় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতা শুরু হয়। সিলেট বিভাগের ১৬টি স্কুল ও কলেজ নিয়ে এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে এই প্রতিযোগিতাটি হচ্ছে। ১৬ টি টিম নিয়ে এই টুর্নামেন্টটি মূলত ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। যেখানে আলাদা করে স্কুল ফাইনাল ব্রেক থাকবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪ রাউন্ড ট্যাব এবং পোস্ট ব্রেক হবে।
সংগঠনের সভাপতি ত্রিদিপ সেন জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর) সেমি ফাইনাল এবং ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া সংগঠনের উপদেষ্টাবৃন্দ এতে উপস্থিত থাকবেন