আশফাক আহমদঃ
বাংলাদেশ বন্যা কবলিত তথা দূর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বারিবর্ষণ কিংবা উজানে নেমে আসা পানি থেকে আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়। আজকে মীরগঞ্জ বাজার ,ফতেহপুর এলাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতি, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া জকিগঞ্জেসহ আরো অনেক এলাকায় বন্যার অবনতি হচ্ছে।
গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদীর পানি ও আজকে রাতের মধ্যে বিপদসীমার ওপরে প্রবাহিত হবে।এমন অবস্থায় বেড়েছে সাধারন মানুষের ভোগান্তি। নদীর পারের লোকদের মধ্যে চরম দুশ্চিন্তা কাজ করছে। লোকালয়ে পানি ঢুকে পড়েছে অনেক জায়গায়।