নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরী থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৮শত টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালিয়ে সিলেট নগরীর নিউ মেডিকেল রোডস্থ মধুশহীদ এলাকার পপুলার মেডিকেল সেন্টার এর সামনে থেকে তাদের আটক করে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণ বাড়িয়া জেলার কসবা থানার মান্দারপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মো. আনোয়ার (৩২) ও সিলেট নগরীর পাঠানটুলা এলাকার মো. নাছিম মিয়ার ছেলে মো. রমজান (২১)।আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ এসএমপির কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়