Voice of SYLHET | logo

১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২২ ইং

সিসিক মেয়র আরিফকে হত্যার হুমকি

প্রকাশিত : September 28, 2019, 19:06

সিসিক মেয়র আরিফকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট  সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় এসএসপির কোতোয়ালি থানায় মেয়য়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ২১৯০) করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র আরিফের জনসংযোগ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 187 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।