Voice of SYLHET | logo

২২শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২২ ইং

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে হল নামকরণ সম্পন্ন

প্রকাশিত : September 26, 2019, 21:46

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে হল নামকরণ সম্পন্ন

 

মো. রাব্বানী নাহিদ,সিইক প্রতিনিধিঃ
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে হল নাম করন সম্পন্ন হয়ছে আজ বুধবার( ২৫ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে আজ  ছাত্রহল-১(বর্তমান বঙ্গবন্ধু হল) এর টিভি রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ক্যাম্পাসের হলগুলোর নামকরণ করা হয়।

ছেলেদের ২টি হলের নামকরণ করা হয়েছে যথাক্রমে ‘বঙ্গবন্ধু হল’ ও ‘মুক্তিযোদ্ধা হল’ । মেয়েদের একমাত্র হলের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গমাতা হল’ ।
এছাড়াও বঙ্গবন্ধু হলের পক্ষ থেকে সদ্য স্নাতক পরীক্ষা সম্পন্নকারীদের এক সংবর্ধনাও অনুষ্ঠিত হয় ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম ২০০৭ সালে শুরু হয় ।
প্রতিষ্ঠার এক যুগেও নামকরণ হয়নি শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ৩ টি হল । এর মধ্যে ছেলেদের ২টি এবং মেয়েদের জন্য রয়েছে ১টি হল ।

অনুষ্ঠানে হলের এবং সহকারী হল প্রভোস্ট মো. লাইসুজ্জামানের সঞ্চালনায় ও প্রভোস্ট ইইই বিভাগের বিভাগীয় প্রধান শাহীদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিঃ মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, “বাঙালির সকল আন্দোলন-সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ব
ঙ্গবন্ধু হল নামকরণ হওয়াটা আমাদের জন্য গৌরবের। সেই সাথে মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীরদের নামে মুক্তিযোদ্ধা হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা
মুজিবের নামে বঙ্গমাতা হল নামকরণ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অনন্য উচ্চতায় উপস্থাপন করবে সবার মাঝে।”

শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সদ্য স্নাতক পরীক্ষা সম্পন্নকারী সংবর্ধিত শিক্ষার্থী গোলাম জাকারিয়া নাফলু বলেন, ” বঙ্গবন্ধু , বঙ্গমাতা আর মুক্তিযোদ্ধা একসূত্রে গাঁথা।
আমাদের ক্যাম্পাসের হলসমূহের নাম এভাবে নামকরণ করায় আমরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।আর হলের পক্ষ থেকে সদ্য স্নাতক পরীক্ষা
সম্পন্নকারীদের সংবর্ধনা একটি ভালো উদ্যোগ বলেও আমি মনে করি। এ ধারা অব্যহত থাকুক।”

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 251 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।