নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে সায়েন্টিফিক সেমিনার ও ওয়ার্কশপ অন কালার ডপলার আল্ট্রাসাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বার) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আলল্ট্রাসাউন্ড ট্রেনিং (বিমুট) এর এ আয়োজন সম্পন্ন হয়।
সিলেট নগরের কাজিরবাজারস্থ বিমুট এর কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চায়নার ক্যানিয়ান মেডিকেল আল্ট্রাসাউন্ড ইন্জিনিয়ার মিস্টার পুদান। এসময় তিনি বলেন, ‘প্রত্যেক ডাক্তারকে আল্ট্রাসনোগ্রাম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ রোগীর রোগ নির্ণয়ে আল্ট্রাসনোগ্রামের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমান যুগে আল্ট্রাসনোগ্রাম চিকিৎিসকদের জন্য স্টেথোস্কোপের মত জরুরী একটা যন্ত্র হয়ে দাড়িয়েছে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আলল্ট্রাসাউন্ড ট্রেনিং সিলেট’র সভাপতি মোহাম্মদ ইমরান উদ্দীনের সভাপতিত্বে ও কোর্স কো-অডিনেটর ডাঃ বিশ্বপ্রিয় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কাজী ফারাহ ফিরোজসহ বিমুটের শিক্ষার্থীরা