নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. শারাফ উদ্দিন বলেছেন, পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে। সভ্যতা বিনির্মাণে কোনোভাবেই যেনো প্রাণ প্রকৃতি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শাহজালাল হলে ভূমিসন্তান বাংলাদেশ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, আমাজন ধ্বংসের চক্রান্ত চলছে; এসব পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড রুখে দাঁড়াতে হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় ভূমিসন্তান বাংলাদেশের বৃক্ষভিক্ষা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরিবেশবাদী সংগঠন প্রাধিকার, গ্রীণ এক্সপ্লোর সোসাইটি, ভূমিসন্তান বাংলাদেশ ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)র প্রতিনিধিরা।
বক্তারা, সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় অঙ্গীকার করেন।
এরপর শাহপরান হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারা