ভোলাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।এছাড়াও ২ জন আহত হয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের গৌরীনগর গ্রামের খাগাইল নামক স্থানের ভাঙ্গা দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশার চালক আলম ও অপরজন বর্ণি গ্রামের মঈনুদ্দিনের পুত্র খাইরুল ইসলাম(১৮)।খাইরুল ইসলাম ইমরান আহমদ কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কলেজ থেকে বাড়ি যাওয়ার পথেই সে ঐ দূর্ঘটনার মুখোমুখি হয়।
আহত দুই জনের মধ্যে একজন রোমান আহমদ এবং অন্য একজনের পরিচয় জানা যায়নি । আহতদের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক।