Voice of SYLHET | logo

৮ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২২ ইং

কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবি

প্রকাশিত : September 14, 2019, 14:33

কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবি

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবি হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে কানাইঘাট বাজার হতে মুলাগুল বাজারের উদ্দেশ্য অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা রওয়ানা দেয়। ঘাট থেকে নৌকাটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর সুরমা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়।

নৌকাতে অনেক নারী ও শিশু থাকায় নদীতে তারা চিৎকার করতে থাকলে অন্যান্য যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকার মাঝি ও স্থানীয়রা তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

কয়েকজন আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

স্থানীয়রা নৌকার যাত্রী ও অনেক শিশুদের উদ্ধার করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কয়েকজন অসুস্থ হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুলাগুল এলাকা সহ স্থানীয়রা জানিয়েছেন, অনেক সময় কানাইঘাট বাজার সুরমা নদীর ঘাট থেকে যাত্রীবাহী নৌকার মালিকরা অতিরিক্ত লোকজনকে বহন করে নৌকা ছাড়েন, যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 183 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।