সিলেট কৃষি বিশ্বিবদ্যালয়ে পোল্ট্রি বিজ্ঞান বিভাগ কর্তৃক “পোল্ট্রি বিহেভিয়ার এন্ড ওয়েলফেয়ার ” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েস্নেস অনুষদের নতুন ভবনের নিচতলায় (১২৮ নং) কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েস্নেস অনুষদ ডিন প্রফেসর ড. এ টি এম মাহবুব ই এলাহী, ঢাকার অপসোনিন এগ্রোভেট লিমিটেড এর সহকারি ব্যবস্হাপক সুকান্ত দেব।
পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব ড. শাহ আহমেদ বেলালের সভাপতিত্বে প্রবন্ধ উপস্হাপন করেন প্রফেসর ড. এম রাশেদ হাসনাত ও জনাব মো কামরুল হাসান।
প্রফেসর ড.এম রাশেদ হাসনাতের প্রেজেন্টেশনের বিষয় ছিল ‘পোল্ট্রির বিভিন্ন প্রজাতি ও তাদের আচরনগত বৈশিষ্ট্য’।
প্রফেসর ড. রাশেদ বলেন, আমাদের দেশে খুব কম ফার্মিং করা হয় কিন্তু অন্য দেশে এসবও অনেক ফার্মিং করা হয় তবে আসতে আসতে আমাদের দেশেও এসব ফার্মিং বৃদ্ধি পাচ্ছে।
মো. কামরুল হাসানের প্রেজেন্টেশন এর বিষয় ছিল
‘বিভিন্ন জীনগত লাইনে ডিম পাড়া মুরগীর ঠুকরা ঠুকরি করার প্রবনতা পর্যবেক্ষণ’। এসময় তিনি বলেন,ঠোঁট না কেটেও জীনগত উন্নয়নের মাধ্যমে মুরগীর ঠুকরা ঠুকরি করার প্রবনতা নিয়ন্ত্রণ করা যেতে পারে।