Voice of SYLHET | logo

১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২২ ইং

জবির বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

প্রকাশিত : September 12, 2019, 18:11

জবির বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-৩’ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার শুরু হচ্ছে।

আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল-বিকেল দু’টি শিফটে ক্যাম্পাসে ‘ইউনিট-৩’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, এবার ইউনিট-৩ (বাণিজ্য অনুষদ) এর ৫২০ টি আসনের বিপরীতে ২২ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। মনোনীত এসব শিক্ষার্থীদের দু’ভাগে ভাগ করে শনিবার সকাল ১০টা থেকে ১১.৩০ টা ও অন্য শিফটে বিকেল সাড়ে ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

সকালের শিফটে জোড় রোল সংখ্যাধারী ও বিকেলে বিজোড় সংখ্যা ধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকালের শিফটে ১১ হাজার ৩ শত ১৬ জন পরীক্ষার্থী এবং বিকেলের শিফটে মোট ১১ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। সব শিক্ষার্থীদের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার্থীকে অবশ্যই প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও সফলভাবে আবেদন করেছেন যে পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনকারীর মোবাইল ফোনে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 392 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।