লবীব আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ট্রাকচাপায় আল আমিন (০৯) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে আদর্শগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন আদর্শ গ্রামের মকদ্দুছ মিয়ার ছেলে। সে আদর্শগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাকটির চালককেও আটক করা হয়েছে বলেও জানান তিনি।