খুব শিগগিরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়াও যুক্তরাষ্ট্রের আগামী বছরের আদমশুমারিতে নাগরিকত্বের প্রশ্ন যোগ করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে এ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। নাগরিকত্বের প্রশ্ন যোগ করার বিষয়ে সরকারের আইনজীবীরা এখনও কোন বৈধ কারণ দেখাতে পারেননি।
মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংখ্যালঘুদের ভোটাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব দেয়ার জন্যই এ উদ্যোগ। তবে সুপ্রিম কোর্ট এ উদ্যোগের পক্ষে যুক্তি বাতিল করে দিয়েছে।
যে প্রশ্ন যোগ করার কথা ভাবা হচ্ছে তা অভিবাসীদের আদম শুমারিতে অংশগ্রহণে অনুৎসাহিত করবে বলে মনে করছেন আদালত।