জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট জৈন্তাপুর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এএসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ফতেহপুর ইউনিয়নের হেমু মাঝপাড়া পশ্চিমটুল গ্রামে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী প্রয়াত আব্দুর রশিদের ছেলে কামাল আহমদ (৩০) কে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের তাকে পূর্বক আদালতে প্রেরণ করা হবে।