নিজস্ব প্রতিবেদকঃ
রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির এই নগরীতে প্রবাসীদের অবদান কোন অংশেই কম নয় উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত গোল্ডকার্ডপ্রাপ্ত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহতাবুর রহমান নাসির নীরবে নিভৃতে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি শনিবার সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মাহতাবুর রহমান নাসিরকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইপি মাহতাবুর রহমান নাসির ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরো বলেন, নিভৃতচারী এই সমাজসেবককে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে কিছুটা হলেও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি বলেন, ক্ষমতার অনেক কাছাকাছি থাকলেও তিনি কখনও ক্ষমতার দাপট দেখাননি। এটাই তার জীবনের অন্যতম বড় একটি দিক। মেধাবী এই মানুষটি নীরবে, নিভৃতে নিরলস ভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।’
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিআইপি মাহতাবুর রহমান নাসির বলেন, ‘আমি গোল্ড কার্ড পাওয়ার প্রথম বাংলাদেশি হিসেবে গর্বিত এবং সম্মানিত বোধ করছি এবং আমি আন্তরিকভাবে সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নদর্শী নেতাদের ধন্যবাদ জানাই। তিনি এই গোল্ড কার্ডটি দেশের বিভিন্ন দেশে অবস্থানকারী দেড় কোটি প্রবাসী ভাই-বোনদের উৎসর্গ করে দিয়েছেন উল্লেখ করে বলেন, এখন আমি আগের চেয়ে বেশি, বাংলাদেশের সাফল্যের জন্য আমার যথাসাধ্য অবদান রাখতে চাই।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, প্যানেল মেয়র-২ এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েছ লোদী,শান্তনু দত্ত সন্তু, রেজওয়ান আহমদ, তারেক উদ্দিন তাজ, আজম খান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এনআরবি ব্যাংকের পরিচালক মামুনুর রশিদ খান, ওলিউর রহমান, ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. নাসিম আহমদ, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক সারওয়ার হোসেন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলরবৃন্ধ, কর্মকর্তা-কর্মচারী সহ নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন