বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে সিরাজুল ইসলাম সিরাজ নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ২টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর কুমারপাড়া গ্রামের মৃত আলতাবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৩ বছরের সাজা ও ৫ হাজার টাকার জরিমানা প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সিরাজকে আদালতে প্রেরণ করা হয়েছে