সিকৃবি প্রতিনিধিঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ। আজ থেকে
আগামী দুই বছরের জন্য তাঁকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ড.মোঃ আবু সাঈদ ১৯৬৯ সালে পাবনা জেলার সাথিয়ায় জন্মগ্রহণ করেন। ড. আবু সাঈদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্য প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ মাৎসমাৎস্যবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
২০১২ সালে তিনি সিকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন।