বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাংবাদিকতা ও সাহিত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় ২০৬ নং কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাহিত্যিক নওশাদ জামিল ।
তিনি জানান, সাংবাদিকতা ও সাহিত্য একে অপরের সঙ্গে জড়িত। সাংবাদিকতা করতে বিভিন্ন মহল থেকে চাপ আসবেই, কিন্তু আমাদেরকে এ সকল বাধাকে উপেক্ষা করে এ মহান দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই বিভাগের প্রভাষক মো. রহমতুল্লাহ রহমত।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীরা।