নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। এর ফলে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মল্লিকপুরে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হয়।
জানা যায়, ট্রেনটি মল্লিকপুরে পৌঁছালে পিছনের দিকের একটি তেলের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি। এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাইজগাঁও স্টেশন ক্লার্ক জহর লাল দাস জানান, সিলেটে খবর পাঠানো হয়েছে। ট্রেন উদ্ধারকারী দল আসছে।