গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে।
নিহত মাদক ব্যবসায়ীর কোম্পানীগঞ্জের গৌখালেরপাড়ের মৃত আব্দুল গফুর বাদাইর ছেলে।
গতকাল গভীর রাতে মাদক ব্যবসায়ীদের তথ্য পেয়ে গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রি মহল এলাকায় তাদের আস্তানায় অভিযান চালায় র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাল্টা গুলি চালায় মাদক কারবারিরা। এসময় গুলিতে ফজর আলী নিহত হয়। তখন পালিয়ে যায় অন্যান্য ব্যবসায়ীরা।
পরে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, নিহত ফজর আলী ২০ টি মামলার আসামি। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।