চবি প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২ টায় বিশ্ববিদ্যলয়ের সোহরাওয়ার্দী হলের সামনে ঘটনাটির সুত্রপাত হয়।
সংঘর্ষকারীরা শাটল ট্রেন এর হুইস পাইপ কেটে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছে। ফলে, আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ দিনের বন্ধ ঘোষনা করেছে ।
সংঘর্ষের ফলে আহতরা হলেন, ইসলাম শিক্ষা বিভাগের ১০-১১শিক্ষাবর্ষের মো.ইলিয়াস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ওবায়দুর রহমান লিমন, লোকপ্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের নিলয় হাসান, পরিসংখ্যান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান ও ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিয়াম রায় প্রান্ত।
বিবাদমান গ্রুপ দুটি হলো শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল এর অনুসারী গ্রুপ সিএফসি ও বিজয়।