Voice of SYLHET | logo

১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২২ ইং

আবুল মাল ও আরিফকে ‘ধন্যবাদ’ জানালেন ড. মোমেন

প্রকাশিত : August 31, 2019, 15:36

আবুল মাল ও আরিফকে ‘ধন্যবাদ’ জানালেন ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক: 

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।

শনিবার সকালে নগরের দক্ষিন সুরমা এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যকর্মীদের সাথে আলাপকালে তিনি তাদের এ ধন্যবাদ জানান।

তিনি বলেন, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সিটি মেয়র আরিফুল হকে চৌধুরী এই দুইজন যদি না হতেন এটা হতো না, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

এসময় মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টের পর ১৩৯টি এনজিও ঐ এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিলো। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে সে এলাকায় সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে সে ধরনের তথ্য প্রমান পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী এসময় অভিযোগ করে বলেন, বিভিন্ন দেশি ও বিদেশী এনজিও নানা ভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 254 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।