নিউজ ডেস্কঃ
খুলনার দাকোপ উপজেলার চালনা লঞ্চঘাট বাজারে বিএডিসির ১৫১৭ কেজি চোরাই টিএসপি সার জব্দ করেছে র্যাব। মেসার্স আসিফ এন্টারপ্রাইজ দোকান থেকে এ সময় দুই জনকে গ্রেফতারও করা হয়।
তারা হলো- চালনা বাজার এলাকার দুলাল সাহার ছেলে দেবাশীষ সাহা (৪০) ও মৃত কালিদাস সাহার ছেলে মধুসুদন সাহা (৩০)।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির স্কোয়ার্ড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদার জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মেসার্স আসিফ এন্টারপ্রাইজ নামের দোকানে অভিযান পরিচালনা করা হয়। মেজর শামীম সরকার এতে নেতৃত্ব দেন। আসামিরা দীর্ঘদিন যাবৎ দাকোপ থানার বিভিন্ন স্থানে সারের চোরাই ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার আলামতসহ আসামিদেরকে দাকোপ থানায় হস্তান্তর করাসহ মামলা দায়ের করা হয়েছে