নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের জালালাবাদ থানাধীন পীরপুর সাকিন এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ময়নুল হক (৩৫) নামের ওই যুবক টুকেরগাঁওয়ের মৃত ললি মিয়ার ছেলে। তাকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়।
ময়নুল হকের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা আজ জানিয়েছেন, ময়নুল হকের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা হয়েছে