Voice of SYLHET | logo

২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২২ ইং

এমপি হওয়ার আগেই আমি সিলেটের উন্নয়নে কাজ করেছি: ড. মোমেন

প্রকাশিত : August 30, 2019, 22:03

এমপি হওয়ার আগেই আমি সিলেটের উন্নয়নে কাজ করেছি: ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই তিনি সরকারের পক্ষ থেকে সিলেটের উন্নয়ন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। এর অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সিলেটের ৬০টি স্কুলের নতুন ভবনের কাজ শুরু হয়।

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য সরকার প্রায় ১২ কোটি টাকা অনুদান দিয়েছে। এই টাকা যাতে সঠিকভাবে কাজে লাগে সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।

ইউপি চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে আর ইউনিয়ন সচিব নিহারজিৎ পালের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 246 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।