গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বইটিকর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়লা বেগম (৪৫) উপজেলার ফুলবাড়ী ইউপির ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছয়লা বেগম রাস্তা পারাপারের সময় সিলেট থেকে গোলাপগঞ্জ গামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়দের সহযোগীতায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাদীন অবস্থায় নারীর মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পরপরই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেন।