ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরের তাজপুর নিশি কান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরের জলে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্র ফারহানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। সে উপজেলার দয়ামীরস্থ এসওএস শিশু পল্লীতে বসবাস করত। সে রাজশাহীর সুজন মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটির পর শিক্ষার্থীরা খেলাধুলার প্রশিক্ষণ করছিল। সবার অলক্ষে ফারহান বিদ্যালয়ের পুকুরের জলে পড়ে ডুবে যায়। তাকে ডুবতে দেখে তার দুই সহপাঠী সবাইকে জানালে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, সবার অলক্ষ্যে ফারহান পুকুরের জলে ডুবে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।