নওগাঁ প্রতিনিধিঃ- “পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টি সম্মত খাবার“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে। বর্ন্যাঢ্য র্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় নওগাঁ সরকারী কে,ডি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিপি সাহা, নার্সারী মালিক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা ও বন বিভাগের উপকার ভোগীদের মাঝে চেক বিতরন করেন। মেলায় অর্ধ শতাধিক ষ্টলে বিভিন প্রজাতির ফলজ বনজ ও ঔষধী গাছের চারার সমাগম ঘটে।
মেলায় প্রায় ৪০টি ষ্টলে ফলদ, বনজ, ঔষধী গাছের প্রচুর পরিমানে চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে।