কানাইঘাট প্রতিনিধিঃ
পূর্ব সিলেটের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান কানাইঘাট উপজেলার “জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার” ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক্বদান মাহফিল- ২০১৯ মহান আল্লাহ তায়ালার রহমতে সম্পন্ন হয়েছে।মাদরাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা শরিফ আহমদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল জনাব মাওলানা আবু বকর মোঃ সিদ্দিক সাহেব।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মাদরাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল ও সিলেট-০৫ কানাইঘাট ও জকিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি ফাজিল ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।
শিক্ষার্থীদের সবক্বদান করেন প্রবীণ আলেমে দ্বীন গাছবাড়ি জামেউল উলুল কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব। উক্ত মাহফিলে মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, কমিটির দায়িত্বশীলবৃন্দ, ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবক্বদান শেষে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।