স্টাফ রিপোর্টারঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ১৪ জুয়াড়ীকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর তালতলা চন্দ্রিকা মার্কেটের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খানপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে চান মিয়া (৪৪), সিলেটের জালালাবাদ থানার মো. হারিছ আলীর ছেলে মো. ফাহাদ মিয়া (২৭), সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিপাড়া গ্রামের মো. মলিক মিয়ার ছেলে মো. রোকন আহমদ (২৮), সিলেটের লালাবাজারের আব্দুল হালিম মিয়ার ছেলে বিলাল মিয়া (৪২), সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার বাঁশতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে টিটু আহমেদ (২৭), হানিফ মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৪), মৃত বেনু মাতব দেব’এর ছেলে বাবুল দেব (৩৫), সুধীর দে’র ছেলে সুভাস দে (৩৫), আলতাবুর রহমানের ছেলে কামরুল হক (২৫), ফকির মিয়ার ছেলে মো. শাহীন ইসলাম (২২), মৃত আব্দুর রশিদের ছেলে শামিম আহম্মেদ (২৬), আব্দুস সামাদের ছেলে মো. ইয়াছিন মিয়া (২১), আব্দুল হামিদের ছেলে তারিক আহমেদ (২৭), গপেশ কুমার দেবের ছেলে গৌতম দেব (৪২)।
আটককৃতদেরকে সিলেট কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।