নিউজ ডেস্কঃ সিলেট নগরীকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ‘স্যানেটারি ল্যান্ডফিল্ড’। দক্ষিণ সুরমার লালমাটিয়ায় এই প্রকল্পের কাজ বর্তমানে চলমান। প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক।
এমন তথ্য জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র বলেন, ‘সিলেট সিটির বর্জ্য ব্যবস্থাপনা করা একটি বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর ধরে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অবহেলিত ছিল। অথচ মহানগরীকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর ময়লা ও আবর্জনা ভোরের মধ্যেই পরিষ্কার করার উদ্যোগ নেওয়ায় নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। কিন্তু এই বর্জ্য ডাম্পিংয়ের সঠিক ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ বিপর্যয়ের হুমকি সবসময় বিরাজমান ছিল।’
আরিফ বলেন, ‘এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যে বর্জ্য ব্যবস্থাপনায় আমরা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। এজন্য দক্ষিণ সুরমার লালমাটিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্যানেটারি ল্যান্ডফিল্ড নির্মাণ কাজ সম্পন্নের পথে। এতে ৬০ কোটি টাকা ব্যয় হচ্ছে।’
এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে তরল বর্জ্যরে কারণে পরিবশ দূষণের মাত্রা অনেকাংশে হ্রাস পাবে বলেও মন্তব্য করেন মেয়র আরিফ।