শেখ রিদওয়ান হোসাইন
লা-লীগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের দেখা পেলো বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন তাদের নতুন তারকা সাইনিং এ্যাটিয়ানো গ্রিজমান।
গতবারের লীগ শিরোপা ধারীরা এবারে প্রথম ম্যাচেই হোচঁট খেয়ে লীগের যাত্রা শুরু করে। তবে ঘরের মাঠ নূ-ক্যাম্পেই স্বরুপে ফিরলো বার্সা। প্রথম ম্যাচের মতো ইঞ্জুরির কারণে ছিলেন না তারকা ফুটবলার মেসি। অন্যদিকে,প্রথম ম্যাচে ইঞ্জুরড হওয়া সুয়ারেজ ও ডেম্বেলে তাদেরও কেউ ছিলেন না।
প্রথমে রিয়াল বেতিসের নাবিল ফেকিরের গোলে পিছিয়ে গেলেও ৪১ ও ৫০ মিনিটে জোড়া গোল করে বার্সাকে এগিয়ে দেন গ্রিজমান। পরে বার্সেলোনার হয়ে বাকি ৩ টি গোল করেন কার্লোস পেরেজ,জর্দি আলবা ও আর্থুরো ভিদাল।
ম্যাচের শেষ দিকে ৭৯ মিনিটে বেতিসের হয়ে করা করা লোরেন মারোনের গোল শুধু ব্যবধান কমাতেই সাহায্য করে।