বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। হেলিম আহমদ (৩১) নামের ওই যুবক সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মোহিনী ১০৩নং বাসার মৃত ইলিয়াস মিয়ার ছেলে।
উপজেলার প্রতাপপুর গ্রামের আউয়াল ব্রিক ফিল্ডের সামনে থেকে শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হেলিমকে আটক করে র্যাব।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, হেলিম আহমদকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।